শিরোনাম
প্রযুক্তির নিষিদ্ধ নেশায় অনিশ্চয়তায় ভবিষ্যৎ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১২:০৩
প্রযুক্তির নিষিদ্ধ নেশায় অনিশ্চয়তায় ভবিষ্যৎ
বিবাতা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তির উৎকর্ষতার সাথে প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে মানুষের জীবন অভ্যেস। প্রতিটি উন্নতি, প্রগতিশীলতা, প্রতিটি সুফল নাকি কিছু না কিছু কুফল সাথে করে বয়ে আনে। আর কিছু অভাগা দুর্বল চিত্তের মানুষ তাতে আটকে পরে।প্রযুক্তির কল্যাণে অবাধ তথ্য প্রবাহ অনেক মানুষকে সারা রাত জাগিয়ে রাখছে।


রাত যত গভীর হয় অতৃপ্ত আত্মারা ফেসবুকে অচেনা মানুষের সাথে দিনের পর দিন রাত জেগে জীবনের না পাওয়া গুলো অনুসন্ধানে মেতে উঠছে।জীবনের ওলট-পালট সমস্ত হিসাব-নিকাশের বেড়াজালে আটকে পরে অংক মিলাতে না পেরে, সরল অংকের মার প্যাঁচে বারবার কেটে কুটে আবার নতুন করে মিলানোর চেষ্টা করছে। কিন্তু এতো জীবন অংকের খাতা নয় যে চাইলেই মিলানো সম্ভব।


প্রযুক্তির এই নিষিদ্ধ নেশায় পরে রাত জাগানিয়া মানুষরা সূর্যের আলোর কর্মক্ষম দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। কিন্তু তারা অসহায়। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেস টাইম, সবচেয়ে নেশাশক্ত ফেসবুক থেকে তাঁদের মুক্তি মিলছে না কিছুতেই।


অচেনা- অজানা মানুষের মধুর আহবানে সাড়া দিয়ে কত নারী পুরুষ, কিশোর-কিশোরী পথ ভ্রষ্ট হচ্ছে তার হিসেব কে রাখে। মাদকতা আর রহস্য ঘেরা এই পিচ্ছিল পথ নির্দ্বিধায় পার হয়ে আসা এতো সহজ নয়। ভগ্নাংশের অংকের মত তৈলাক্ত বাঁশ বেয়ে লাফ দিয়ে বানর পার পেয়ে গেলেও মানুষ নিয়তই পিছলে পড়ছে। আমাদের অগোচরে কত ঘর ভাঙছে, কত হৃদয় উজাড় হচ্ছে, নিষ্পাপ কত মানুষ বেদনায় নীল হয়ে নীরবে কেবলই অশ্রু ঝরাচ্ছে।


নিত্য দিনের প্রতিযোগিতাময় এই জীবনে এক ধরনের লড়াই সংগ্রাম করে আমাদের টিকে থাকা। জীবনের কত সুপ্ত চাওয়া মনের সংগোপনে অপূর্ণই রয়ে যায়। গভীর রাতে দুঃখ জাগানিয়া না পাওয়া গুলো জেগে উঠতে চায়, তখনই বিপত্তিতে পরে অসহায় মানুষ। জীবনের ব্যস্ততায় নিজেকে চেনা হয়ে উঠে না অনেকেরই।


তাই নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোলাগা, মন্দলাগা, হৃদয়ের একান্ত চাওয়াগুলো অবহেলায় অগোচরেই পরে রয়। কখনো হয়ত অবসরে দেখা হয় তাদের সাথে। নিজের জন্য তখন কেবলই মায়া।


জীবনের সমস্ত না পাওয়াগুলো হঠাৎ এক সাথে পাওয়ার আকুতি। এই সহজ চাওয়া, মূল্যবান অনুভূতি, হৃদয়ের একান্ত আর্তি নিয়ে খেলা করে এক ধরনের অসুস্থ মানসিকতার মানুষ। ফেসবুকের অদেখা রঙিন জগতের মিথ্যাচারে প্রতারিত হয়ে কত জনের জীবন বিপন্ন হচ্ছে, অনিশ্চয়তায় ঘোরপাক খাচ্ছে তাদের সুন্দর ভবিষ্যৎ।


খুজিস্তা নূর-ই-নাহরীনের ফেসবুক থেকে


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com