শিরোনাম
‘আপনি সুশীল, আমি ছাত্রলীগ’
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪০
‘আপনি সুশীল, আমি ছাত্রলীগ’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যখন অনেকেই ছাত্রলীগকে পত্রিকার পাতা ও টকশোতে ক্ষতবিক্ষত করতো, তখনই এই লেখাটি লিখে ছাত্রলীগকে আগলে রেখেছিলেন শাকিল ভাই। এভাবে-


আপনি সুশীল, আমি ছাত্রলীগ। আমার অনেক দোষ, আপনি নিষ্পাপ। আপনি আমার ছবি ছাপান আপনার পত্রিকায়, আমি বহিস্কার হই, আপনার পত্রিকার কাটতি বাড়ে। আপনি শিবিরের হাতের ককটেলের ছবি ছাপাতে লজ্জা পান, আপনি সুশীল, আপনি নিরপেক্ষ।


শিবির আপনাকে মারতে এলে আপনি পরিবার ফেলে পালান, আমি শিবিরের বিরুদ্ধে অস্ত্র ধরি আপনার সন্তানকে রক্ষা করতে। আপনি সুশীল, আমি ছাত্রলীগ।


আমাকে মেরে ম্যানহোলে ফেলে রাখলে আমার লাশের ছবি তৃতীয় পাতায় এক কলাম, শিবিরের বিরুদ্ধে অস্ত্র হাতে নিলে আমি প্রথম পাতার আট কলাম। আপনি সুশীল, আমি ছাত্রলীগ।


আপনি অবলীলায় ভুলে যান আমার অতীত দুস্কর্ম। আমি ছাত্রলীগ, বাংলাদেশের জাতীয় পতাকা আমার ডিজাইনে আমার হাতে তৈরি।


আমি ছাত্রলীগ, এদেশের স্বাধীনতাযুদ্ধে আমার ২৭ হাজার পূর্বসুরী শহীদ হয়েছে। আমি ছাত্রলীগ, বাংলাদেশ নামটি জাতির পিতার নির্দেশে আমিই প্রথম উচ্চারণ করেছিলাম।


আপনি সুশীল, আমি ছাত্রলীগ, মন্দ বালক। আপনার দরোজায় যখন ঘাতকের করাঘাত, তখন আমিই আপনাকে রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত।


ভালো থাকবেন জনাব সুশীল।


সিদ্দিকী নাজমুল আলমের ফেসবুক থেকে


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com