‘মাইক’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী, শিশু ও মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৬
‘মাইক’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী, শিশু ও মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এফ এম শাহীন প্রযোজিত এবং এফ এম শাহীন ও হাছান জাফরুল পরিচালিত চলচ্চিত্র "মাইক"-এর এক্সক্লুসিভ স্ক্রিনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনের Genesis Cinema-তে (93-95 Mile End Road, London E1 4UJ)।


এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত (GMT+1)। ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে, তাই বাংলা ভাষাভাষী ছাড়াও সকলেই উপভোগ করতে পারবেন।


শিশু ও মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি টিকেটের ব্যবস্থা রয়েছে এই প্রদর্শনীতে।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত।


‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com