
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক লড়াইয়ে চেক ক্লাব স্লাভিয়া প্রাগকে ৪-২ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন তরুণ মিডফিল্ডার ফিরমিন লোপেজ।
বুধবার রাতে প্রাগের হিমশীতল আবহাওয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক স্লাভিয়া। ম্যাচের ১০ মিনিটে কর্নার থেকে টোমাস হোলেশের হেডার পোস্টে লেগে ফিরে এলে কাছ থেকে বল জালে পাঠান ভাসিল কুসেই।
তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৩৪ মিনিটে অধিনায়ক ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে ফাঁকায় বল পেয়ে সমতা ফেরান লোপেজ। আট মিনিট পর নিচু শটে আবারও গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে স্লাভিয়া। কর্নার থেকে আসা বলে অসাবধানতাবশত নিজেদের জালে বল জড়িয়ে দেন রবার্ট লেভানডফস্কি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাতালানরা। ৬৩ মিনিটে বদলি হিসেবে নামার মাত্র তিন মিনিটের মধ্যেই দারুণ এক শটে গোল করেন দানি ওলমো। এরপর ৭১ মিনিটে মার্কাস রাশফোর্ডের পাস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান লেভানডফস্কি।
এই জয়ের ফলে লিগ পর্বে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে থাকল বার্সেলোনা। শেষ ম্যাচে ঘরের মাঠে এফসি কোপেনহেগেনের মুখোমুখি হবে তারা।
ম্যাচে বার্সেলোনা দলে ছিলেন না নিষেধাজ্ঞায় থাকা লামিনে ইয়ামাল এবং চোটের কারণে ফেরান তোরেস। ম্যাচ শুরুর আগে স্পেনে সাম্প্রতিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অন্যদিকে, এই হারের মধ্য দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে স্লাভিয়া প্রাগের। সাত ম্যাচে এটি ছিল তাদের চতুর্থ পরাজয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]