খান জয়নুলের ৫০তম প্রয়াণ দিবস
‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ মুক্তির ৬০ বছর পূর্ণ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩০
‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ মুক্তির ৬০ বছর পূর্ণ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ চলচ্চিত্রের উষালগ্নে যে কজন শক্তিমান অভিনেতা নিজস্ব অভিনয়গুণে আলাদা অবস্থান তৈরি করেছিলেন তাদের মধ্যে অন্যতম খান জয়নুল। খ্যাতিমান এই কৌতুক অভিনেতার ৫০তম প্রয়াণ দিবস আজ (১৫ জানুয়ারি)। দিনটি স্মরণীয় করেরাখতে চ্যানেল আই এর পর্দায় বিশেষ আয়োজন থাকছে। এ উপলক্ষ্যে বিকেল সাড়ে ৩টায় প্রচার হবে খান জয়নুল অভিনীত চলচ্চিত্র ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এ বছর মুক্তির ৬০ বছর পূর্ণ করেছে। ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ ঢালিউডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।


এটি বাংলাদেশের প্রথম বিশুদ্ধ হাস্যরসাত্মক চলচ্চিত্র হিসেবে স্বীকৃত।


চলচ্চিত্রটিতে খান জয়নুলের প্রাণবন্ত ও মনকাড়া অভিনয় আজও দর্শকদের মনে স্মরণীয় হয়ে আছে।


এই চলচ্চিত্রের মাধ্যমেই ঢালিউডে অভিষেক ঘটে কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের।


ছবিটি পরিচালনা করেন বশীর হোসেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জনপ্রিয় মঞ্চনাটক ‘শান্তি নিকেতন’ অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছিলেন খান জয়নুল নিজেই। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবী জামান, কামাল আহমেদ, আলতাফ, জরিনা, রঞ্জনা, ওয়াহিদা রহমান, মান্নানসহ সে সময়ের অনেক জনপ্রিয় শিল্পী। ষাট ও সত্তর দশকের বহু ক্ল্যাসিক চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে খান জয়নুল ছিলেন অনন্য। তার অভিনয়ের স্বতঃস্ফূর্ততা ও বুদ্ধিদীপ্ত রসবোধ বাংলা চলচ্চিত্রে আজও অনুসরণীয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com