পর্দায় ফিরছেন তাহসান
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯
পর্দায় ফিরছেন তাহসান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোজা আহমেদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অনেকটা নিজের মতো করে সময় কাটাচ্ছেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান খান। ব্যক্তিগত জীবনে খানিকটা আড়ালেই রয়েছেন তিনি; দেখা–সাক্ষাৎও আগের তুলনায় কম। তবে এবার দর্শকের সঙ্গে অন্যভাবে দেখা দিতে চলেছেন এই তারকা-ফিরছেন পর্দায়।


আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এনটিভি ও বঙ্গ প্ল্যাটফর্মে।


প্রথম সিজনে তাহসান খানের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকের মন জয় করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও উপস্থাপক হিসেবে তাঁকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।


নতুন সিজন নিয়ে বেশ উচ্ছ্বসিত তাহসান খান। তিনি বলেন, ‘এবারের সিজনটা সত্যিই অন্যরকম। প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের সব ৬৪ জেলা থেকে। ফলে উত্তরগুলো যেমন মজার, তেমনি অপ্রত্যাশিত। প্রতিটি পর্বেই থাকবে আলাদা ধরনের উত্তেজনা।’


প্রথম সিজনের সাফল্যের রেশ ধরে দ্বিতীয় সিজন সাজানো হয়েছে আরও বড় পরিসরে। আগের সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে শত কোটিরও বেশি ভিউ অর্জন করে শোটি। পাশাপাশি ত্রিশ লাখ টাকার বেশি পুরস্কার জয়ের নজিরও ছিল। নতুন সিজনে থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার, জমজমাট প্রতিযোগিতা ও পারিবারিক বিনোদনের পূর্ণ আয়োজন।


অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনা করেছে বঙ্গ। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য একাধিক প্রতিষ্ঠান, যা আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক।


আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন দুই। টেলিভিশনে যাঁরা অনুষ্ঠানটি দেখতে পারবেন না, তাঁরা বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচার দেখতে পারবেন। পাশাপাশি বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে যেকোনো সময় বিনামূল্যে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com