শিরোনাম
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:১৩
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।এসময় তার সঙ্গে জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।


গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ২,২৭৫ (দুই হাজার দুইশত পঁচাত্তর)টি আসনের জন্য ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা মোট ৮,৭৩৭ (আট হাজার সাতশত সাঁইত্রিশ) জন।


পরীক্ষার কেন্দ্রগুলো ছিল: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণিত বিভাগ ও কার্জন হল, আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ, কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ।


বিবার্তা/রাসেল/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com