শিরোনাম
‘বঙ্গবন্ধু বাংলাদেশ গড়ার রূপকার, শিক্ষক বিদ্যালয়ের রূপকার’
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৫:১৩
‘বঙ্গবন্ধু বাংলাদেশ গড়ার রূপকার, শিক্ষক বিদ্যালয়ের রূপকার’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশ গড়ার রুপকার, তেমনি একজন প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের রুপকার। এক্ষেত্রে সহকারীদের সহযোগী মনোভাবে তার পুর্ণতা পায়।


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় রবিবার সকালে পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উদ্দেশে মন্ত্রী একথা বলেন।


বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিদ্যালয়টি মডেল ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনুসরণ করতে হবে। প্রাথমিক শিক্ষায় আমরা কি চাচ্ছি, বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে তা বুঝতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মান বলতে শুধু পড়াশুনা নয়। শিক্ষা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী যেন বাস্তব জীবনে পরিপূর্ণতা পায় সেজন্য সেই শিক্ষা বাইমহাটি প্রাথমিক বিদ্যালয় দিয়ে থাকে।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সাহাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান, প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম প্রমুখ।


পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিসপ্লে উপভোগ করেন এবং জাদুঘরও পরিদর্শন করেন।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com