শিরোনাম
ময়মনসিংহে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:০৩
ময়মনসিংহে ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃক দেশব্যাপী আয়োজিত অষ্টম ফিজিক্স অলিম্পিয়াড ২০১৮ এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কে.বি কলেজ) ময়মনসিংহ বিভাগের ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ৯ টায় অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করেন অনুঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান।


কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রথম অলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজসহ অংশগ্রহণকারী।



উদ্বোধনের পর সকাল সাড়ে ৯ টায় অলিম্পিয়াডে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালির বের করা হয়।


অলিম্পিয়াড উপলক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।


মোট তিনটি ক্যাটাগরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। ‘বি’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘সি’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। প্রত্যেক ক্যাটাগরি থেকে উত্তীর্ণ ২০ জন পরীক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিজ্ঞানের যুগ। গত এক যুগে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। প্রযুক্তির মাধ্যমে বিশ্ব এগিয়ে চলছে। তোমাদের মত তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই বিজ্ঞানের আজকের এ অগ্রগতি। আজ বিভিন্ন বিষয়ের উপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে।


বিবার্তা/শাহীন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com