শিরোনাম
জেএসসি ও জেডিসিতে পাশের হার ৮৩.৬৫ শতাংশ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১২:৪৮
জেএসসি ও জেডিসিতে পাশের হার ৮৩.৬৫ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়েছে। এ বছর ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন।


আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।


সচিবালয়ে বেলা একটায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং বেলা দুইটায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।


গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১৮ নভেম্বর। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com