শিরোনাম
হলের ছাদ ভেঙে গুরুতর আহত ঢাবি ছাত্রী
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৮:৪০
হলের ছাদ ভেঙে গুরুতর আহত ঢাবি ছাত্রী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের শামসুন নাহার হলের ওয়াশরুমের ছাদের একাংশ ভেঙে আহত হয়েছেন এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে হলের মধ্য ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।


প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওয়াশ রুমে গোসল করার সময় ছাদের একাংশ ভেঙে ওই ছাত্রীর হাতের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।


এ ঘটনায় হলের অন্য আবাসিক ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ হলে আতঙ্ক নিয়ে বাস করছে ঢাবি শিক্ষার্থীরা।


হলের একাধিক ছাত্রী জানায়, হলের সাধারণ সভায় ছাত্রীরা ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি হল প্রশাসনকে জানিয়ে ছিল। পাশাপাশি ওয়াশরুম গুলো দ্রুত সংস্কারের দাবিও জানান কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেননি হল প্রশাসন।


এ বিষয়ে জানতে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহাকে ফোন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। তিনি ইন্জিনিয়ারিং সেকশনের সাথে কথা বলতে বলেন।


বিবার্তা/রাসেল/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com