শিরোনাম
গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ৭ দফা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ২১:২০
গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ৭ দফা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০১৮ ‍উপলক্ষ্যে গণতান্ত্রিক ঐক্য পরিষদ সাত দফা দাবি উপস্থাপন করেছে।


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার এ দাবি ঘোষণা করেন পরিষদের যুগ্ম-আহবায়ক এস এম বাহালুল মজনুন চুন্নু। এসময় তিনি গনতান্ত্রিক ‌ঐক্য পরিষদের পক্ষ থেকে মনোনিত ২৫ জনের পরিচয় তুলে ধরেন।


দফাগুলো হলো :


১) গনতান্ত্রিক আদেশ ১৯৭৩ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখা।


২) সিনেটের মাধ্যমে নির্বাচিত উপাচার্য নিয়োগ দান।


৩) শিক্ষা ও গবেষণা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা।


৪) যুগোপযোগী নতুন নতুন বিভাগ, গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেটসহ অন্যান্য সুযোগ- সুবিধা বৃদ্ধি করা।


৫) প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।


৬) ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা।


৭) সিনেটে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বছরে দুইটি সিনেট অধিবেশন আহ্বান নিশ্চিত করা।


উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৭৩- এর ২০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন আগামী ৬ জানুয়ারি ২০১৮ (শনিবার) ঢাকার বাইরে ২৯ টি কেন্দ্রে, ১৩ জানুয়ারি ২০১৮ (শনিবার) ১৩টি কেন্দ্রে এবং ২০ জানুয়ারি ২০১৮ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠিত হবে।


বিবার্তা/রাসেল/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com