শিরোনাম
জবি প্রেসক্লাবের দু'দিন ব্যাপি কর্মশালা শুরু শুক্রবার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ২৩:৫১
জবি প্রেসক্লাবের দু'দিন ব্যাপি কর্মশালা শুরু শুক্রবার
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) দুই দিনব্যাপী কর্মশালা হতে যাচ্ছে।


বৃহস্পতিবার জবি প্রেসক্লাবের দফতর ও প্রচার সম্পাদক জগেশ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শুক্রবার, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে এ কর্মশালা শুরু হবে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হলে শুক্র ও শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মোট ৫টি সেশনে ভাগ হয়ে চলবে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের লেখার হাতকে আরো শাণিত করার লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ নভেম্বর (শুক্র ও শনিবার) দুই দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় প্রেসক্লাবের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশাতাধিক শিক্ষার্থী অংশ নেয়ার লক্ষ্যে রেজিষ্ট্রেশন করেছে। কর্মশালা শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে একটি করে সনদ তুলে দেওয়া হবে জানানো হয়েছে।


এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকসহ দেশের বেশ কয়েকজন সনামধন্য সাংবাদিক বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন।


বিবার্তা/আদনান/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com