শিরোনাম
রাবিতে আন্তর্জাতিক আইন বিষয়ে বক্তৃতা অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৩৮
রাবিতে আন্তর্জাতিক আইন বিষয়ে বক্তৃতা অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের উদ্যোগে ‘ডিনস্ লেকচার সিরিজ অন কন্টেম্পোরারি লিগ্যাল ইস্যুজ’ শীর্ষক আন্তর্জাতিক আইন বিষয়ে এক বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আইন বিভাগের প্রফেসর এম বদরুদ্দিন লেকচার থিয়েটারে এটি অনুষ্ঠিত হয়।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান, আইন অনুষদের ডিন প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ প্রমুখ।


বক্তৃতামালার চতুর্থ পর্বে ‘স্টাডি অব ইন্টারন্যাশনাল ল ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শিরোনামে বক্তৃতা প্রদান করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়েরি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রফেসর ও হায়ার ডিগ্রি রিসার্চ (পিএইচডি এন্ড এমফিল) এর পরিচালক ড. এম রফিকুল ইসলাম।


প্রফেসর রফিকুল তার বক্তৃতায় আন্তর্জাতিক আইনের বিভিন্ন তত্ত্ব উল্লেখ করে বর্তমান বৈশ্বিক ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর চর্চা এবং তার প্রয়োগ ও সীমাবদ্ধতার উদাহরণ তুলে ধরেন। সেখানে তিনি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি।


এ অনুষ্ঠানে প্রফেসর রফিকুল ইসলাম অস্ট্রেলিয়া থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে তার সম্প্রতি প্রকাশিত বই ইন্টারন্যাশনাল ল' কারেন্ট কনসেপ্টস্ অ্যান্ড ফিউচার ডিরেকশন এর একটি কপি আইন বিভাগকে উপহার দেন।


এছাড়াও বেলা ৩টায় অপর এক আয়োজনে প্রফেসর রফিকুল ইসলাম আইন বিষয়ে গবেষণাপত্র ও প্রবন্ধ লেখার কলাকৌশল সম্পর্কে বক্তৃতা করেন।


বিবার্তা/নাঈম/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com