শিরোনাম
পানি ও বিদ্যুৎ অপচয় রোধে জাবি ইয়েস গ্রুপের ক্যাম্পেইন
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৪
পানি ও বিদ্যুৎ অপচয় রোধে জাবি ইয়েস গ্রুপের ক্যাম্পেইন
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আমরা পানি অপচয় রোধ করি, আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হই’ এ স্লোগানে ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইয়েস গ্রুপ ক্যাম্পেইন শুরু করেছে।


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্টিকার লাগিয়ে সোমবার এ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ।


এ সময় তিনি বলেন, পানি এবং বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনযাপন করা অত্যন্ত কঠিন। তাই নিজে সুন্দরভাবে বাঁচতে এবং দেশের উন্নয়নকে আরো সমৃদ্ধশালী করতে বিদ্যুৎ এবং পানির অপচয় রোধ করা প্রয়োজন।


এ ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন জাবি সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক কামরুল হাসান, ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, মোঃ ফরিদ হোসেন, জাবি ইয়েস গ্রুপের টিম লিডার জানে আলম, ডেপুটি টিম লিডার নাসির উদ্দিন লিংকন, নুসরাত আলম বিজয়াসহ গ্রুপের সদস্যরা।


বিবার্তা/জুবায়ের/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com