শিরোনাম
রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:৩৭
রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ সেশনে ১ম বর্ষ¯স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুই গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সকাল ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে 'ক' গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১ টায়। এছাড়া 'খ' গ্রুপের (শুধু আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২.১০ টায়। রুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬ হাজার ৪৬৪ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ বলেন, ভর্তি পরীক্ষা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


আগামী ২৭ নভেম্বর ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছর রুয়েটের ১৪ টি বিভাগে ১১১৫ ছাত্র-ছাত্রীক ভর্তি হতে পারবেন।


বিবার্তা/নাঈম/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com