শিরোনাম
আজ থেকে জাবিতে নারী বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ০৮:৫১
আজ থেকে জাবিতে নারী বিতর্ক প্রতিযোগিতা
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে আজ থেকে ‘জাতীয় নারী বিতর্ক উৎসব ও ১১তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’ শুরু হবে । ৪ দিনব্যাপী অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।


মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (জাবিসাস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিও’র সভাপতি শাহীন রেজা।


লিখিত বক্তব্যে শাহীন রেজা জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস কে সামনে রেখে জেইউডিও তৃতীয়বারের মতো জাতীয় নারী বিতর্ক উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে।


আয়োজনের মধ্যে থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ও ১১তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অংশগ্রহণ করবে। এছাড়া এই আয়োজনে ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে নারী বিতার্কিকরা অংশগ্রহণ করবে।


১৫ নভেম্বর বিকাল ৫.০০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।


এছাড়া আগামী ১৮ নভেম্বর বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজনের চূড়ান্ত বিতর্ক, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এ সময় উপস্থিত ছিলেন আয়োজনের আহ্বায়ক দিলশাদ হোসেন দিনা, সাধারণ সম্পাদক মুশফিক উস সালেহীন, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতার আহবায়ক ফয়সাল মাহমুদ শান্ত।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com