শিরোনাম
ঢাবি’র ‘ঘ’ ইউনিটের পাসের হার ১৪.৩৫ শতাংশ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৫:৩৮
ঢাবি’র ‘ঘ’ ইউনিটের পাসের হার ১৪.৩৫ শতাংশ
ঢাবি প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ফল। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৪.৩৫ শতাংশ পরীক্ষার্থী। ৮৫ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থীই অনুত্তীর্ণ হয়েছেন।


প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৬৪। আর অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ২৭৬ ।


শিক্ষার্থীরা মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। ‘ঘ’ ইউনিটভুক্ত ভর্তিচ্ছুরা মোবাইলে যেকোন অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Gha স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে।


প্রকাশিত ফল অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে ‘ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৫৪৯ ভর্তিচ্ছু।


‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের আগামী ১৩ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। এ ছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।


>>‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ ঠেকাতে ভিসি’র কার্যালয় ঘেরাও


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com