শিরোনাম
পরীক্ষার আগেই অভিযান চলবে : রাবি উপাচার্য
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ২২:৩৩
পরীক্ষার আগেই অভিযান চলবে : রাবি উপাচার্য
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ (স্নাতক) সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আগেই অসাধু জালিয়াতি চক্র ধরতে নিদিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালাবে প্রশাসন। এছাড়া জালিয়াতি চক্রের কোন তথ্যে থাকলে তা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার পরামর্শ দেওয়ার অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহান।


বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকর বলেন, ‘আগামী ২২-২৬ অক্টোবর’ ১৭ অনুষ্ঠিত হবে ১ম বর্ষ স্নাতক পরীক্ষা। নয়টি অনুষদ ও দু’টি ইনিস্টিটিউটের অধীনে ৩ লাখ ১৬ হাজার ১২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।’


তিনি বলেন, ‘বিশেষ করে জালিয়াতি চক্রসহ সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসে অতিরিক্ত ভাড়া রোধে তাদের সাথে বসেও কথা বলেছি। আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারবো।’


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবি প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার প্রফেসর ড. এম এ বারী প্রমুখ।


বিবার্তা/নাঈম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com