শিরোনাম
ইউজিসি চেয়ারম্যানের নাম ব্যবহার করে চাঁদা দাবি!
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৭, ১৬:১৯
ইউজিসি চেয়ারম্যানের নাম ব্যবহার করে চাঁদা দাবি!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে টাকা দাবি করেছে এক ব্যক্তি। ঐ ব্যক্তি তার নিকট আত্মীয়-স্বজনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে ফোন করেছে।


সংবাদ মাধ্যমে পাঠানো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।


ইতোমধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে দেশের সব বিশ্ববিদ্যালয়কে সতর্ক করেছে ইউজিসি কর্তৃপক্ষ।


সতর্কবার্তায় ইউজিসি বলেছে, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এতে ইউজিসি চেয়ারম্যান এবং কমিশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।


কমিশনের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীর নামে কোন বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক বা অন্য কোন ধরণের সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে অবহিত করার জন্য অনুরোধও জানিয়েছে ইউজিসি।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com