শিরোনাম
মাস্টার্সের সর্বশেষ ভর্তির আবেদন শুরু
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৭
মাস্টার্সের সর্বশেষ ভর্তির আবেদন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের (প্রফেশনাল ভর্তির কার্যক্রমে এলএলবি প্রথম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(এমবিএ), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং) সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইনে আবেদন আজ শুরু হচ্ছে।


সোমবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এই তথ্য জানিয়েছেন।


তিনি জানান, যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ নিশ্চয়ন করেছে তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।


এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd অথবা www.admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে।


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিও জারি হয়।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com