শিরোনাম
অগ্রণী ব্যাংক ইবি শাখায় ঋণ জালিয়াতি, বিক্ষোভ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৮
অগ্রণী ব্যাংক ইবি শাখায় ঋণ জালিয়াতি, বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সই জালিয়াতি করে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৭ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ফুঁসে উঠেছে ভুক্তভোগীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। একই সাথে অর্থ ফেরতসহ দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।


এ ঘটনায় রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ এবং ব্যাংক ঘেরাও কর্মসূচিও পালন করে তারা। কর্মসূচি থেকে আগামী ৩ অক্টোবরের মধ্যে টাকা ফেরতে কার্যকর পদক্ষেপসহ ইতিবাচক কোন আশ্বাস না পেলে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেয়া হয়।


কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও সহায়ক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।


২০১১ সাল থেকে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ২৬ কর্মচারীর নামে বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী মিজানুর রহমান লিটন সই জালিয়াতি করে ব্যাংকের কতিপয় কর্মকর্তার যোগসাজসে ভোগ্যপন্য বাবদ বিপুল অংকের ওই অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক প্রমাণের ভিত্তিতে লিটনকে সাময়িক বরখাস্ত করেন। অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটিও গঠন করা হয়।



বিবার্তা/শরীফুল/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com