শিরোনাম
বাকৃবিতে দুই দফা দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১২
বাকৃবিতে দুই দফা দাবিতে বিক্ষোভ
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধে এবং আবেদনকারী সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন।


বুধবার দুপুর ১টার দিকে বিজয়’৭১ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদীয় ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।


বিক্ষোভ মিছিল শেষে ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিবাদ সভার আয়োজন করে। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কাজী শেখ ফরিদ।


তিনি বলেন, রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে এবং রোহিঙ্গাদের সসম্মানে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মায়ানমারের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে।


২০১৭-১৮ সেশনে সকল আবেদনকারী শিক্ষার্থীর নিকট ৭০০ টাকা নেয়া অমানবিক। তিনি আবেদনকারী সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহবান করেন।


প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক ধ্রুব জ্যোতি সিংহের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রফ্রন্টের সভাপতি রাফিকুজ্জামান ফরিদ।


সভায় আরোও বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম কর এবং ছাত্র ইউনিয়নের সভাপতি আল মুজাহিদ মৃদুলসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।


বিবার্তা/শাহীন/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com