শিরোনাম
রাজশাহী বোর্ডে ইংরেজিতে অনুপস্থিত ৪২৯৫, বহিষ্কার ৯
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ০১:০৪
রাজশাহী বোর্ডে ইংরেজিতে অনুপস্থিত ৪২৯৫, বহিষ্কার ৯
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ৪ হাজার ২৯৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া বহিষ্কৃত হয়েছেন ৯ জন পরীক্ষার্থী।


বৃহস্পতিবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে পরীক্ষার্থীদের অনুপস্থিতের হার ১ দশমিক ৮৬ শতাংশ। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামশুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর ৮ জেলায় মোট ৪ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী ইংরেজি বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি। এরমধ্যে রাজশাহী জেলার ৮৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৫৯ জন, নাটোরে ৪৯৫ জন, নওগাঁয় ৭০৬ জন, পাবনায় ৫৪২ জন, সিরাজগঞ্জে ৫৮২ জন, বগুড়ায় ৫২৮ জন এবং জয়পুরহাটে ৯৪ জন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত ৯ পরীক্ষার্থীর সবার বাড়ি সিরাজগঞ্জে। এরা হলো- সোহেল রানা, শহিদুল, মোতালেব হুসাইন বিজয়, টুলুফা আক্তার, জেসমিন আক্তার, আল আমিন, মাসুদ রানা, সাগর আহমেদ ও আবু সাঈদ।


রাজশাহী শিক্ষাবোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৪৪৭ জন। পরীক্ষা নেওয়া হচ্ছে মোট ২৩৩টি কেন্দ্রে।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com