শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে কানাডার এমিরিটাস অধ্যাপকের সাক্ষাত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৬:৪২
ঢাবি উপাচার্যের সঙ্গে কানাডার এমিরিটাস অধ্যাপকের সাক্ষাত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কানাডার সাসকেচোয়ান বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. অসিত কে সরকার শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।


এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার সাসকেচোয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রযুক্তি, পরিবেশ, আর্সেনিক এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা করেন।


উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসায় এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।


বিবার্তা/লাভলু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com