
থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি বিবার্তাকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
তিনি জানান, থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওই দিন ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সাথে রাখার জন্য অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর।
প্রোক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের রাত আটটার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত স্টিকারযুক্ত গাড়ি ব্যতীত কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না।
এদিকে ৩১ ডিসেম্বর রাতে ও পহেলা জানুয়ারি ২০১৭ সালে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন ও আতশবাজি ফুটানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/লাভলু/নিশি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]