
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫০তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নতুন বছরের ৪ মার্চ। শুক্রবার ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে ২০১৫ সাল থেকে নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে, সে সকল গ্র্যাজুয়েট ও পদক প্রাপ্তরাই এতে অংশ নিতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে সমাবর্তন ফরম সংগ্রহ করা যাবে। ফরম বিতরণ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত ফি জমা দিয়ে নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ৫০তম সমাবর্তনের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এবারের সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কানাডার ওয়েস্টার্ন ওন্টারিও ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অমিত চাকমা।
বিবার্তা/লাভলু/উজ্জ্বল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]