শীতকালীন ছুটি শেষে আগামী ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিনেই খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শনিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটি ও যিশুখ্রিস্টের জন্মদিন শেষে রবিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন থেকে পূর্বনির্ধারিত সব ক্লাস ও পরীক্ষা নিয়মিত চলবে।
এর আগে ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ছিল। তবে ছুটি শুরুর আগের দু’দিন ও শেষের দু’দিন শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা চারদিন বেশি ছুটি ভোগ করেন।
বিবার্তা/আদনান/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]