
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোবাইল গেম আইডিয়া উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অনুষদীয় কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তথ্যপ্রযুক্তি বিভাগের জাতীয় পর্যায়ে মোবাইল গেইম উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী ও কারিগরি অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের সহায়তায় কর্মশালার আয়োজন করা হয়। এতে গেইম আইডিয়া দিয়ে সেরা ৩০ শিক্ষার্থী পরবর্তী কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এস ডি চৌধুরী, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
কর্মশালায় ক্যাপাসিটি বিল্ডিং ফর মোবাইল গেইম ডেভেলপমেন্টের নাজমুল হাসান তপু শুভেচ্ছা বক্তব্য দেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে মোবাইল গেইম উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে সরকারের আইসিটি বিভাগ। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে ১০ হাজার ডেভেলপার তৈরিসহ নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য পূর্ণাঙ্গ অ্যাপস ডেভেলপার হিসেবে ৮ হাজার ৭৫০ জনকে এবং গেমিং অ্যানিমেটর হিসেবে ২ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি কর্মশালার আয়োজন করা হবে। এরই অংশ হিসেবে শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোবাইল গেম আইডিয়া উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিবার্তা/শাহীন/পলাশ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]