শিরোনাম
ঢাবিতে ৪ জনের বিজ্ঞপ্তিতে নিয়োগ ৯
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১১:৪৫
ঢাবিতে ৪ জনের বিজ্ঞপ্তিতে নিয়োগ ৯
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে চারজন শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করে ৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। সোমবার সিন্ডিকেট সভায় এই সুপারিশ করা হয় বলে জানা যায়। 

 

এদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর চাওয়া হলেও তিন জনের শর্ত শিথিল করে স্নাতকোত্তর ছাড়াই নিয়োগের সুপারিশ করা হয়েছে ওই সিন্ডিকেট সভায়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও বিশ্ববিদ্যালয় নিয়োগ কমিটির সভাপতি প্রফেসর ড. নাসরীন আহমাদ জানান, ওই বিভাগে চাহিদা অনুযায়ী নতুন করে নিয়োগ দেয়া  হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থেই আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি।

 

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ছুটিজনিত শূন্য পদের বিপরীতে চারটি অস্থায়ী লেকচারার পদে আবেদন আহ্বান করা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুযায়ী, লেকচারার পদে আবেদনকারীকে অবশ্যই ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি, ফলিত রসায়ন ও কেমিকৌশল অথবা কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করতে হবে। তাছাড়া উভয় বিভাগেই প্রথম শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ স্কেল ৪ এর মধ্যে ৩ দশমিক ৫০ অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

 

অথচ বিজ্ঞপ্তি অনুযায়ী, ছুটিজনিত শূন্যপদে চারজনকে নিয়োগ দেয়ার কথা থাকলেও গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৯ জন শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে।

 

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিবার্তাকে জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি। অনেক সময় কিছু বিভাগ মেধাবী শিক্ষার্থীকে নিয়োগ না দেয়ার জন্য পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এখানে তাই হয়েছে। 

 

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময়ই মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেয়া হয়ে থাকে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই স্নাতক। স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর তাদের চাকরিতে স্থায়ী করা হবে বলে জানান তিনি।

 

বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম নুরুল আমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নিয়োগের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

 

বিবার্তা/লাভলু/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com