শিরোনাম
জবিতে পরিবেশ দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৬:২৮
জবিতে পরিবেশ দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে পরিবেশ বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে নিজ বিভাগের মিলনায়তনে পুরান ঢাকার স্কুলগুলো থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে বিভাগটি।

 

পুরান ঢাকার স্বনামধন্য চারটি স্কুল ঢাকা কলেজিয়েট স্কুল, সেন্ট ফ্রান্সিস স্কুল, বাংলাবাজার বালিকা বিদ্যালয় ও পোগোজ স্কুলের শতাধিক শিক্ষার্থী এ দুটি প্রতিযোগিতায় অংশ নেয়। শ্রেণিভেদে তিনটি গ্রুপে ভাগ করা হয় প্রতিযোগীদের।

 

আগামী ৩০ জুলাই অনুষ্ঠানের সমাপনী দিনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে জবির লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে বলেন, ‘জনসচেতনা বা গণসচেতনতা বৃদ্ধি করতে না পারলে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না। তাই আমাদেরকে সচেতনা বাড়াতে হবে।’

 

সেই সাথে তিনি পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলো সমাজের নানা স্তরের মানুষের সাথে সামাজিক মেলবন্ধন তৈরি করতে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে, যা আমাদের দেশে বিরল। এমন কর্মকাণ্ডে আমাদের আরো বেশি উদ্যোগী হতে হবে।’

 

আহ্বায়কের বক্তব্যে সহকারী অধ্যাপক নাজমুন নাহার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং উপস্থিত অতিথি, ছাত্র শিক্ষক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বিবার্তা/আদনান/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com