শিরোনাম
নবীনদের বৃক্ষমানব দীপকের শুভেচ্ছা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ১৪:০৪
নবীনদের বৃক্ষমানব দীপকের শুভেচ্ছা
শাহীন সরদার, বাকৃবি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের অভিনব সাজে সজ্জিত হয়ে সবুজ চত্বরে স্বাগত জানিয়েছে বৃক্ষমানব দীপক। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বৃক্ষের গুরুত্ব ও ক্যাম্পাসে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় উৎসুক নবীন শিক্ষার্থীরা তার চারদিকে ভিড় জমায়।


উল্লেখ্য, দীপক চন্দ্র দাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পার্শ্ববর্তী বয়ড়া ইউনিয়নের যুবক। দরিদ্রতার মধ্য দিয়ে বড় হলেও ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং গাছ পরিচর্যার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। বাড়ির আশেপাশের যেকোনো জায়গাতেই গাছ লাগাতেন।


দীর্ঘ ১২ বছর ধরে সাধনা করে পেয়েছেন ‘বৃক্ষমানব’ উপাধি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করায় তিনি এ উপাধি পান।


জনসংখ্যা বৃদ্ধি আর নির্বিচারে বৃক্ষরোধন করার ফলে বিশ্বের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় এসব তথ্য দেখে নিজেকে ধরে রাখতে পারতেন না দীপক। তাই ২০০২ সাল থেকে পরিবেশ দূষণরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন জাতীয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেন বিভিন্ন স্লোগান নিয়ে। হাতে, পায়ে, মুখে এমনকি মাথায়ও জলবায়ু পরিবর্তন রোধের বিভিন্ন শ্লোগান লিখে সবার সামনে হাজির হতেন তিনি।


গত বছর ১৪ আগস্ট শুরু হওয়া ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় বিভিন্ন বৃক্ষের পাতায় শ্লোগান নিয়ে দীপক হাজির হন সবার সামনে। এ আয়োজনে দীপককে ময়মনসিংহ জেলার ‘বৃক্ষমানব’ উপাধি দেয় জেলা প্রশাসন। দরিদ্রতার মধ্যেও বৃক্ষ সাধনার স্বীকৃতি স্বরূপ দীপককে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হয়।


বিবার্তা/সরদার/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com