শিরোনাম
সেমিস্টার ফাইনাল স্থগিত করে শিক্ষকদের শিক্ষাসফর !
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৭:৫৫
সেমিস্টার ফাইনাল স্থগিত করে শিক্ষকদের শিক্ষাসফর !
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ৯ম ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে একই বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের সাথে শিক্ষা সফরে যাচ্ছেন শিক্ষকরা। হঠাৎ পরীক্ষার মাঝপথে এমন বিরতিতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।


জানা যায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) শুরু হয়েছে ৯ম ব্যাচের ৩য় বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এর আগে ১৩ মার্চ (সোমবার) প্রকাশিত পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ২৭ মার্চ (সোমবার) দুপুর ১২টায় Real analysis পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৩ মার্চ) এক নোটিশে জানানো হয় অনিবার্য কারণবশত উক্ত পরীক্ষাটি স্থগিত করা হলো। ওই পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় নোটিশে।


নোটিশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না থাকলেও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথ্যে কথা বলে জানা গেছে, আগামী সপ্তাহে ষষ্ঠ ব্যাচের শিক্ষা সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে যোগ দেয়ার জন্যই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।


অন্যান্য বিভাগের ৯ম ব্যাচ যেখানে ৭ম সেমিস্টার ফাইনাল দেয়ার দ্বারপ্রান্তে, ঠিক তখন ৫ম সেমিস্টার ফাইনাল দেয়া গণিত বিভাগের এই শিক্ষার্থীরা কোনোভাবেই চান না তাদের এই পরীক্ষা আরো পিছিয়ে যাক।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষকদের নিয়মিত ক্লাস না নেয়া ও ক্লাসরুম সংকটের কারণে এমনিতেই আমরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের চেয়ে প্রায় দুই সেমিস্টার পিছিয়ে আছি। এখন আবার পরীক্ষার মাঝখানে বিরতি একদিকে যেমন আমাদের পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে, অন্যদিকে আমরা আবার পিছিয়ে যাব। আমরা শুনেছি আমাদের সিনিয়র ব্যাচের শিক্ষাসফরের কারণেই পরীক্ষা পেছানো হয়েছে। এটা কোনো সমাধান হতে পারে না। আমরা আমাদের পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নিতে চাই।


এ বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের সব শিক্ষক ওই শিক্ষা সফরে যাচ্ছেন। যে কারণে আমরা পরীক্ষা পিছিয়েছি। যা পরে নেয়া হবে। আমরা চাইলে পরীক্ষা পরে শুরু করতে পারতাম। কিন্তু তা না করে আগেই শুরু করেছি।


শিক্ষা সফরের জন্য পরীক্ষা পেছানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি কিছু বলতে পারছি না। তবে বিস্তারিত জানতে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলার পরামর্শ দেন।


এ প্রসঙ্গে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। যদি এই পরীক্ষা পেছানোর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের কাছে অভিযোগ করে, তাহলে আমরা বিষয়টা দেখব।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com