শিরোনাম
হাবিপ্রবির পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে কারাদণ্ড
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ০৪:২১
হাবিপ্রবির পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে কারাদণ্ড
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষার সময় আটক পাঁচ ভুয়া পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।


মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বিশ্বাস তাদের এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্তরা হলো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শোনাপাড়া গ্রামের মোখতার আহমেদের ছেলে মো. সফিউল্লাহ, ময়মনসিংহ জেলার তারুকান্দা উপজেলার কয়রাকান্দা গ্রামের মো. শহিদুল্লাহের ছেলে মো. আশরাফুল, নড়াইল জেলার সদর উপজেলা বাইশভিটা গ্রামের সুকুমার গায়েনের ছেলে সমাপ্ত গায়েন, নড়াইল জেলার সদর উজেলার ভূয়াখালি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মো. আবু তাহের এর ছেলে মোহাম্মদ মহসিন।


এরমধ্যে মো. আশরাফুলকে ১৫ দিন এবং বাকি চার জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।


এর আগে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত ‘এফ’ ইউনিট ও ‘সি’ ইউনিটের পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্র থেকে সংশ্লিষ্ট পরীক্ষা হলের পরিদর্শক প্রক্সি দেয়ার অভিযোগে তাদের আটক করেন।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com