শিরোনাম
ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২.৪৭%
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:১৫
ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২.৪৭%
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে দেখা যায়, পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ২০৮ শিক্ষার্থী। অর্থাৎ, পাসের হার মাত্র ২ দশমিক ৪৭ শতাংশ।

 

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

 

পরীক্ষার বিস্তারিত ফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, যেকোনো মোবাইল ফোন থেকে DU CHA লিখে roll no টাইপ করে 16321 নম্বরে send করলে ফিরতি এসএমএসে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

 

গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান ও ১ অক্টোবর (শনিবার) অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১০ হাজার ২৪৮ শিক্ষার্থীর মধ্যে আট হাজার ৪২১ জন পরীক্ষায় অংশ নেয়। ১৮শ’ ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

বিবার্তা/লাভলু/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com