শিরোনাম
ঢাবির ভর্তি পরীক্ষায় পাসের হার ফিবছর কমছে
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৩:৪০
ঢাবির ভর্তি পরীক্ষায় পাসের হার ফিবছর কমছে
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পাসের হার কমছে প্রতিবছর। বিভিন্ন ইউনিটে ফেলের হার ফিবছর রের্কডও গড়ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্ট করেও ঢাবির ভর্তি পরীক্ষায় পাস করতে পারছে না শিক্ষার্থীরা।


ঢাবির কয়েক বছরের রেজাল্ট বিশ্লেষণে দেখা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ক ইউনিটে ৭১ হাজার ২৮১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৩০৮ এবং ফেল করেছে ৫০ হাজার ৮৪৩ শিক্ষার্থী। গড় পাসের হার ২০ দশমিক ৭৫ শতাংশ। খ ইউনিটে ২৯ হাজার ৬৪৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে চার হাজার ৩৫১ জন।গড় পাসের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। একইভাবে গ ইউনিটের ৪০ হাজার ৯৫৬ পরীক্ষার্থীর মধ্যে গড় পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ।


অন্যদিকে বিগত বছরের তুলনায় চলতি বছর পাসের হার আরো কমেছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খ ইউনিটের প্রকাশিত ফলাফলে পাসের হার ১১ দশমিক ৪৩ শতাংশ। এই বছর খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ছিল ৩৩ হাজার ২৫৫ জন। খ ইউনিটের ফলাফল অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা তিন হাজার আটশ। গ ইউনিটে ৪২ হাজার ১২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করে মাত্র দুই হাজার ২২১ জন। গড় পাসের হার ৫ দশমিক ৫২ শতাংশ।


২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে পাসের হার কমেছে ৩ দশমিক ২৫। একইভাবে গ ইউনিটে পাসের হার কমেছে ১২ দশমিক ০৪ শতাংশ।



চলতি বছর ঢাবির খ ইউনিট ও গ ইউনিটের প্রশ্নপত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাসেজসহ ২১তম বিসিএস থেকে হুবহু কমন পড়ে। যার ফলে অনেকেই এই প্রশ্নের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে গ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে একটি সেটে একটি প্রশ্ন কম ছিল এবং প্রশ্নের উত্তরে বাংলা ও ইংরেজিতে লিখা অপশন ভিন্ন ছিল। একই সাথে প্রশ্নের নির্দেশনায়ও ভুল পাওয়া যায়। গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেলের হার রেকর্ড হয় এই বছর।


প্রশ্নপত্রের বিভ্রান্তের কারণে ফেলের হার গ ইউনিটে রেকর্ড সংখ্যক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিবার্তাকে বলেন, ‘প্রশ্নে যদিও একটু সমস্যা ছিল, তবে এর জন্য যে সেটে প্রশ্ন কম ছিল সবাইকে নম্বর দেয়া হয়েছে। তবে ইংরেজিতে বেশির ভাগ শিক্ষার্থী ১০ নম্বর পেয়ে পাস করতে পারেনি। বেশির ভাগ শিক্ষার্থী এই জন্যই মূলত গ ইউনিটে ফেল করেছে।’


অন্যদিকে প্রত্যেক বছর ফেলের হার বৃদ্ধির মূল কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সিলেবাস তার সাথে ঢাবির ভর্তি পরীক্ষার অনেক তফাৎ রয়েছে। সিলেবাসে ভিন্নতা এবং মুখস্থবিদ্যার কারণে অনেকেই ঝরে যায়। স্কুল, কলেজগুলোতে শিক্ষার মান হ্রাস পাওয়ায় নামে মাত্র জিপিএ ফাইভ অর্জন করছে শিক্ষার্থীরা।’


ঢাবির ভর্তি পরীক্ষা নেয়া হয় বাদ দেয়ার জন্য, শিক্ষার্থীদের মূল কাঠামো আরো ভালভাবে গঠন করতে হবে। মুখস্থবিদ্যা থেকে সরে আসতে হবে। তবেই ভর্তি পরীক্ষায় ভাল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।


শিক্ষার পরিবেশ, সৃজনশীলসহ অন্যান্য বিষয়ে জোর দেয়ার প্রতিও পরামর্শ দেন তিনি।


বিবার্তা/লাভলু/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com