শিরোনাম
বাকৃবিতে ২ দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৬:১৮
বাকৃবিতে ২ দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বাঁচাও সুন্দরবন প্রাণ-প্রকৃতি’ শীর্ষক প্রতিবাদী কার্টুন ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।


শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন বাসদ ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়।


এসময় শেখর রায়সহ বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদম বক্তব্য দেন।


বক্তারা অবিলম্বে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান। এছাড়া সুন্দরবন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


বিবার্তা/শাহীন/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com