শিরোনাম
ইউজিসি চেয়ারম্যান-সেলাঙ্গর প্রফেসর সাক্ষাত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ০৩:১৬
ইউজিসি চেয়ারম্যান-সেলাঙ্গর প্রফেসর সাক্ষাত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে সাক্ষাত করেছেন মালয়েশিয়ার সেলাঙ্গর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন, প্লানিং অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টের বিভাগের ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নর বিন নাওয়াই। সোমাবর উইজিসির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।


ইউজিসির অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


এসময় সেলাঙ্গর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোখতার বিন আবদুল্লাহ উপস্থিত ছিলেন।


প্রফেসর মান্নান প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের উচ্চশিক্ষার সামগ্রিক চিত্রসহ ইউজিসি’র ভূমিকা এবং কার্যাবলি সম্পর্কে তাদেরকে অবহিত করেন।


সাক্ষাতকালে প্রতিনিধি দলটি বলেন, এদেশে উচ্চশিক্ষায় অবদান রাখার জন্য সেলাঙ্গর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তাদের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চায়।


এ সময় ইউজিসি চেয়ারম্যান বাংলাদেশে সেলাঙ্গর বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com