শিরোনাম
ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী ২৭ জানুয়ারি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:০৩
ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী ২৭ জানুয়ারি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৭ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিনবিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।


ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ইংরেজি বিভাগ এলামনাই সোসাইটির (ইডাস)’ সভাপতি ওয়াজি সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।


১৯৪০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা ইংরেজি বিভাগ থেকে অনার্স সম্পূর্ণ করেছেন তাদের জন্য এই পুনর্মিলনী। সাধারণ সদস্যদের ৫০০ টাকা এবং স্বামী-স্ত্রী একত্রে ৮০০ টাকা নির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। অনলাইনে রেজিস্ট্রেশন ইডাস ওয়েবসাইটে (edas.sslwireless.com) মাধ্যমে সম্পন্ন করা যাবে। এছাড়াও অনুষ্ঠানের দিনও রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ইডাস সভাপতি।


ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনে ইডাসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলার আয়োজন করা হয়েছে। নবীন-প্রবীন সকলে স্মৃতিচারণের মাধ্যমে পুরনো দিনগুলোতে ফিরে যাবে এমনটাই আশা প্রাক্তন শিক্ষার্থীদের।


ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ। সাহিত্যের এবং ভাষার অন্যবিধ উন্নয়নে বড় অবদান রাখার মতো ছাত্র তৈরি করার ঐতিহ্যবাহী ভূমিকাও এ বিভাগ সব সময় পালন করছে। ইংরেজি বিভাগের অনেক শিক্ষক-ছাত্র ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া শিক্ষক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা ও রাশিদুল হাসানসহ সাতজন ছাত্র ১৯৭১ সাথে স্বাধীনতা যুদ্ধে শহীদ হন।


বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত থেকে শুরু করে দেশবরেণ্য অনেক ব্যক্তি এই বিভাগের শিক্ষার্থী ছিলেন।


বিবার্তা/লাভলু/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com