শিরোনাম
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৮:৩৮
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের মেডিকেল কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার বিকেলে এ ফলাফল প্রকাশিত হয়।


স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এর মধ্যেই পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএস করে ফলাফল জানতে পারবে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবাসাইটেও ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।


এবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করলেও শুক্রবার অনুষ্ঠিত এপরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ২০৭ জন।


স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেয়ে ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ নম্বর পেয়েছে এক শিক্ষার্থী। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়েছেএমবিবিএস ১ম বর্ষে ভর্তির প্রক্রিয়া ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে বলেও মহাপরিচালক জানান।


এবছর ৩০টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ২১২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবে।



বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com