শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৮:২৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৬৮০ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় শ্রেণিতে ৩ হাজার ২৫২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৩.৪৪%।


এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩১টি কলেজের এক লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী মোট ১১৪টি কেন্দ্রে অংশগ্রহণ করে।



প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে (nu<space>mf<space> Roll) লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।


রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com