
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত।
৬ মার্চ, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন আবেদন মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান অভিযুক্তকে ফরোয়ার্ডিং রিপোর্টসহ আদালতে হাজির করেন।
এছাড়া অভিযোগকারী তার মামলা প্রত্যাহারের জন্য আবেদন জমা দিয়েছেন বলেও জানিয়েছে আদালত সূত্র।
ছাত্রী হেনস্তার অভিযোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বুকবাইন্ডারের কাজ করা অর্ণবকে শাহবাগ থানায় হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই তার মুক্তির দাবিতে গতকাল রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত শাহবাগ থানায় জড়ো হয়ে অবস্থান করে 'তৌহিদী জনতা' পরিচয়ে একদল লোক।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]