
শিক্ষা-আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম এই প্রত্যয় নিয়ে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বর্তমান সরকার। তাই উৎসব বিহীন পরিবেশে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে সরকারি নির্দেশনা মোতাবেক ইংরেজি নববর্ষের প্রথম দিনে দিনাজপুর হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় খুদে শিক্ষার্থীসহ সব শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন বই দেওয়া হবে এমন খবরে সকাল থেকে মাদ্রাসা খুদে শিক্ষার্থী সহ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক এবং কর্মচারীদের পদচারণায় মাদ্রাসা প্রাঙ্গণে মনোরম পরিবেশের সৃষ্টি হয়। প্রথমে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা একে ওপরে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
বেলা বারার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। সকাল প্রায় এগারোটার দিকে প্রথমে ইবতেদায়ী শাখায় বই বিতরণ করা হয়।পরে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. আব্দুর রাজ্জাক এর উপস্থিতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
নববর্ষের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি আবু হোরায়রা বলেন, বছরের প্রায় দিনই তো মাদ্রাসায়। আজ নববর্ষের দিন সরকারি নতুন বই পাবো সেই জন্য আলাদা পরিপার্টি হয়ে মাদ্রাসায় এসেছি। বছরের প্রথম দিন নবম শ্রেণির নতুন বই পেয়ে আমি খুশি। সেই সাথে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে রোল ১ হয়ে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ায় খুশিটা একটু আরও বেশি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ডিসেম্বর-২৫ এর মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। আজ শিক্ষার্থীদের হাতে সরকারি নির্দেশনা মেনে বই তুলে দেওয়া হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, নতুন বছরের প্রথম দিনটি আমার কাছে আনন্দ, আশা ও শিক্ষার আলোয় ভরা ছিলো। আজ অত্র মাদ্রাসায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও কর্মচারীদের সাথে নিয়ে সরকারি নতুন বই বিতরণ করতে পেরে সত্যিই আমি গর্বিত ও আনন্দিত।
তিনি আরও বলেন, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখের হাসি আমাদের প্রেরণা। শিক্ষা-আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম—এই প্রত্যাশায় আমরা সবাই একসাথে কাজ করে যেতে চাই ইনশাল্লাহ!
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]