
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর অধিকার ও প্রতারণার অভিযোগে শ্রমিক নেতা স্বামীর বিরুদ্ধে শেফালী খাতুন (৩০) নামে ভুক্তভোগী এক নারী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর পৌর পাঠাগারে এ সংবাদ সম্মেলন করেন। ওই নারী স্থানীয় মেইন বাসস্ট্যান্ড পাড়ার মতিয়ার রহমানের মেয়ে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কোটচাঁদপুর মিনার ডেকোরেটরে রান্নার কাজ করি। সেই সুবাদে একই এলাকার পশু হাসপাতাল পাড়ার পিরু আহমেদের ছেলে কোটচাঁদপুর মটর শ্রমিকের সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঙ্গে তাঁর দেখা হয়।
এরপর গেল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রেমের সম্পর্ক করে শাকিল নিয়মিত আমার বাড়িতে যাতায়াত শুরু করেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বিষয়টি জানাজানি হলে আমি তাকে বিয়ের জন্য চাপ দেই।
এরপর শাকিল স্থানীয় এক মসজিদের হুজুরকে ডেকে নিয়ে গিয়ে বিয়ে করেন। সেই থেকে দুই জনই গেল ৮/৯ মাস আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছিলাম। আর সেই সুবাদে শাকিল আমার কাছ থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা, মোবাইল ও স্বর্ণালোংকার হাতিয়ে নেন। তারপর থেকে সে আমাকে এড়িয়ে চলতে শুরু করেন। সম্প্রতি আমি স্ত্রী'র দাবি নিয়ে তাঁর বাড়িতে গেলে শাকিল ও তাঁর মা আমাকে মারপিট করে বের করে দেন।
আর আমি যে তাঁর স্ত্রী তা কেউ জিজ্ঞেস করলে, সে অস্বীকার করতে থাকে। এরপর বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় যেতে চাইলে, ঘটনাটি মীমাংসা করে দেবার আশ্বাস দেন স্থানীয় এক বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর। তারপরও কোন প্রতিকার
না পেয়ে আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনাদের মাধ্যমে ঘটনাটি পত্রিকায় তুলে ধরে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে আমাকে স্ত্রী মর্যাদা দিয়ে সাথে রাখুক। না হয় বিভিন্ন সময় আমার কাছ থেকে নেয়া টাকা, মোবাইল ও স্বার্ণালোংকার ফেরত দিক। না হলে আমি আদালতে মামলা করবো। সে কোটচাঁদপুর একটি ডেকোরেটরে রান্নার কাজ করে জীবনযাপন করেন। সংসার জীবনে সে এক সন্তানের জননী।
বিষয়টি নিয়ে শাকিল হোসেন বলেন, শেফালির সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। কেউ আমার সম্মান ক্ষুন্ন করতে, তাকে দিয়ে এ সব করাচ্ছেন। আর আমি তাঁর কাছ থেকে কোন কিছু নেয়নি। সে আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করছেন, তা সব মিথ্যা বানোয়াট।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এমন ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]