কুড়িগ্রামের চার আসনে ৩০ জনের মনোনয়ন জমা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১
কুড়িগ্রামের চার আসনে ৩০ জনের মনোনয়ন জমা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে সোমবার মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন প্রার্থী।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সদস্য সচিব- কুড়িগ্রাম -২ আসনের প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ, জামায়াতের কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির প্রার্থী ড.আতিক মুজাহিদ, জেলা ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ নুর বখতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।


কুড়িগ্রাম ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথীরা। কুড়িগ্রাম ৩ আসনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মাহবুব সালেহী, বিএনপির মনোনীত প্রাথী তাসভিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের ডা. আক্কাছ আলী গন অধিকার পরিষদ নুরে এরশাদ সিদ্দিকী।


কুড়িগ্রাম ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।


এতে কুড়িগ্রাম-১ আসনের মোট প্রার্থী ৬ জন, কুড়িগ্রাম-২ এ ৯ জন, কুড়িগ্রাম-৩ এ ৭ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জনসহ মোট ৩০ জন প্রার্থী তাদের নিজ নিজ দলের এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।


এসময় প্রার্থীদের সাথে তাদের নিজ নিজ দলের কর্মী সমর্থকেরা সাথে ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com