
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আলতা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, আজ (শনিবার) রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামে বিয়ে বাড়ী থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় একটি মাইক্রোবাস পিছন থেকে যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলতা বেগম নিহত হন। এসময় চালকসহ অটোভ্যানে থাকা অপর ৮ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/সিদ্দিক/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]