ঠাকুরগাঁওয়ে রাতের অন্ধকারে মাজার ভাঙচুর
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫
ঠাকুরগাঁওয়ে রাতের অন্ধকারে মাজার ভাঙচুর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও পৌর শহরের সত্যপীর বীজ্র এলাকায় অবস্থিত হযরত বাবা ‘শাহ সত্যপীর (রহ.)’ মাজারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মাজারে ঢুকে ভাঙচুর চালায় বলে জানা গেছে।


জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মাজারের ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক হয়ে যান। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


স্থানীয়দের দাবি, এই মাজার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। অনেকেই মানত ও প্রার্থনা নিয়ে এখানে আসেন এবং তাদের আশা পূরণ হয় বলেও জানান তারা। এমন পবিত্র স্থানে ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।


গোরস্থান ও মাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, এটি ন্যক্কারজনক ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।


এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিবি পুলিশ, সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও ৫০ বিজিবির সদস্যরা।


অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের ধরতে পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com