পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত এসপির মতবিনিময়
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:০৫
পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত এসপির মতবিনিময়
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম। আজ রোববার(৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন তিনি৷ শুরুতেই পরিচিতি পর্ব শেষে উম্মুক্ত আলোচনায় পঞ্চগড়ের থানাগুলোতে সাধারন মানুষকে হয়রানি, মাদকের হার আশংকাজনক ভাবে বেড়ে যাওয়া, ট্রাক টার্মিনালে যত্রতত্র গাড়ি পার্কিং, শহরে যানজট, রাস্তাঘাটে অবৈধ যানবাহন মহেন্দ্র ট্রাক্টরের দাপট, অবৈধ পাথর বালু উত্তলন ও পরিবহণ, ট্রাফিক পরিশেবা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হয়।


পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ২৯শে নভেম্বর আমি পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি৷ আমি পঞ্চগড়ের সমস্যাগুলো নোট করে নিয়েছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করবো।


তিনি আরও বলেন, এর আগে আমি পূর্বের কর্মস্থলে মাদক নির্মুল করেছি। পঞ্চগড়েও মাদক নির্মুল করার জন্য চেষ্টা করবো।


আর আমার থানা প্রশাসনের দাঁড়া সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়সহ যে কোন ধরনের তথ্য দিতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি৷


মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফরহাদ হোসেন, ডিআইও- ১ মোক্তারুল ইসলাম পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দারসহ পঞ্চগড় প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com