কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫
কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।


শনিবার (৬ ডিসেম্বর) কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ,সকল সাংস্কৃতিক সংগঠন , মহিলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে ।


জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আব্দুস সালাম বীর প্রতিক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন। এসময় কুড়িগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষে ্উপস্থিত ছিলেন শামসুল ইসলাম সুমন,শ্যামল ভৌমিক,সুব্রতা রায়,দুলাল বোস,শাহানুর রহমান,ইমতে আহসান শিলু, সাতকড়ি রায় নিলু মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা। মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন রওশনারা চৌধুরী প্রতিমা রায চৌধুরী ।


বক্তারা ৭১ এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ।


উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমনে পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে গেলে কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়।


বিবার্তা/বিপ্লব/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com