'পঞ্চগড়ে বিএনপির প্রার্থীদের হেয় করা পরিকল্পনা করা হয়েছে'
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২২:৩১
'পঞ্চগড়ে বিএনপির প্রার্থীদের হেয় করা পরিকল্পনা করা হয়েছে'
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক লাখ ত্রিশ হাজার ফেইক আইডি করে নির্বাচনে বিএনপির ৩০০ আসনের প্রার্থীদের হেয় করা ও অপপ্রচার চালানোর জন্য একটি দল পরিকল্পনা হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ও দলটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।


শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের পাবলিক ক্লাব চত্বরে নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে পেশাজীবিদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি তফসিল ঘোষণার পরপরই তারা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে আমাদের দলের প্রার্থীদের ব্যক্তিগত, সামাজিক আত্মসামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা এবং ভোটারদের কাছে বিতর্কিত করার চেষ্টা করবে। এ আই এমন একটি প্রযুক্তি যা ব্যবহার করে এখন জীবিতকে মৃত, মৃতকে জীবিত করা যায়।


তিনি আরও বলেন, আমরা প্রযুক্তির বিরুদ্ধে নই। আমরা প্রযুক্তির পক্ষে। আমরা চাই দায়িত্ব নিয়ে প্রযুক্তি ব্যবহার করা হোক। প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে আইন, শিক্ষা ও সচেতনতা জরুরি। পাশাপাশি নির্বাচন কমিশনও যেন এই বিষয়গুলো মাথায় রেখে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করে।


অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সচেতনতামূলক এই গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে প্রযুক্তির অপব্যবহার রোদে নিজেদের মতামত তুলে ধরেন। তারা নির্বাচনে প্রযুক্তি অপব্যবহারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। এ সময় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও ফরহাদ হোসেন আজাদ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com